ট্রান্সফরমার তৈরি করুন নিজেইঃ
আজ আমরা জানব ট্রান্সফরমার তৈরি করতে হয় কিভাবে? ট্রান্সফরমার আমাদের খুবই গুরুত্তপূর্ণ একটি অংশ ইলেকট্রনিক্স এর জন্য। ইলেকট্রনিক্স এর সকল ক্ষেত্রে ট্রান্সফরমার এর গুরুত্ত খুবই বেশি। এখার থেকে আজ আমরা শিকব কি ভাবে ট্রান্সফরমার তৈরি করতে হয় বা বানাতে হয়। আমরা নিজেরাই নিজেদের মনের মত করে ট্রান্সফরমার বানাতে পারব। আমাদের যা দরকার তাই বানাতে পারব। বাজারের ট্রান্সফরমার গুলা তেমন ভাল হয় না। যার কারনে আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয়। যাই হোক চলুন বানিয়ে ফেলি আমাদের মনের মত ট্রান্সফরমার। ট্রান্সফরমার তৈরি করুন নিজেই
চলুন শুরুতেই দেখে নেই কোন তারে কত অ্যাম্পিয়ার
গেজ ………….=………………অ্যাম্পিয়ার
৭……………………………………৪৪.২
৮……………………………………৩৩.৩
৯……………………………………২৬.৫
১০………………………………….২১,২
১১………………………………….১৬.৬
১২………………………………….১৩.৫
১৩………………………………….১০.৫
১৪………………………………….৮.৩
১৫………………………………….৬.৬
১৬………………………………….৫.২
১৭………………………………….৪.১
১৮………………………………….৩.২
১৯………………………………….২.৬
২০………………………………….২.০
২১………………………………….১.৬
২২………………………………….১.২
২৩………………………………….১.০
২৪………………………………….০.৮
২৫………………………………….০.৬
২৬………………………………….০.৫
২৭………………………………….০.৪
২৮………………………………….০.3
২৯………………………………….০.২৯
৩০………………………………….০.২২
আমরা এখানে দেখতে পেলাম যে কোন তারে কত অ্যাম্পিয়ার। চলুন আমরা একটা ৮০০ ওয়াট এর ট্রান্সফরমার বানাই।

প্রাইমারী তার বাঁধার ক্ষেত্রে আমাদের যে ভাবে তার নির্বাচন করতে হবে। আমাদের নির্বাচিত ওয়াট দিয়ে আমাদের এ সি ভোল্টকে ভাগ করতে হবে। ভাগ দিলেই আমাদের প্রাইমারী এর জন্য অ্যাম্পিয়ার বার হবে। আর অ্যাম্পিয়ার অনুযায়ী আমরা তার নির্বাচন করব। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ৩.৬ অ্যাম্পিয়ার আর আমরা আমাদের অ্যাম্পিয়ার এর চার্ট এ দেখতে পাচ্ছি যে ১৮ নাম্বার তার ৩.২ অ্যাম্পিয়ার প্রদান করে আর ১৭ নাম্বার তার ৪.১ অ্যাম্পিয়ার প্রদান করে। এখানে ১৮ নাম্বার তার ব্যবহার করতে পারি।
এখন আসি সেকেন্ডারি এর জন্য, আমাদের কত অ্যাম্পিয়ার লাগবে তা আমরা এই ট্রান্সফরমার কোথায় ব্যবহার করব। ধরুন আমরা এমপ্লিফাইরে ব্যবহার করব, আমরা ছবিতে দেখলাম যে আমাদের ৮০০ ওয়াট লাগবে। ওয়াট ভাগ ভোল্ট= অ্যাম্পিয়ার
আমাদের ট্রান্সফরমার হবে ৫০ ভোল্ট, তাহলে ৮০০/৫০= ১৬ অ্যাম্পিয়ার। চার্ট অনুযায়ী ১১ নাম্বার তার লাগে।

চলুন দেখে আসি একটা ভিডিও,
আমাদের পোষ্ট যদি ভাল লেগে থাকে তাহলে আমাদের ফেসবুকে লাইক দিন Electronicshelpcare