ট্রানজিস্টর এমপ্লিফায়ারে কি ভাবে আরও বেশি ট্রানজিস্টর যোগ করতে হয়ঃ
আজ আমরা জানব কিভাবে আমাদের ট্রানজিস্টর এমপ্লিফায়ারে আরো বেশি ট্রানজিস্টর লাগাতে পারি বা যোগ করতে পারি। আসলে আমরা যদি আমাদের এমপ্লিফায়ার এর ওয়াট বাড়াতে চাই তাহলে আমাদের ট্রানজিস্টর ও ট্রান্সফারমার ২ টাই বাড়াতে হবে। ধরেন আমাদের একটি এমপ্লিফায়ার আছে। ৪ ট্রানজিস্টর আর ৩৫-০-৩৫ ভোল্ট ৪ অ্যাম্পিয়ার আছে। সুতরাং আমাদের ভোল্ট ৩৫ আর অ্যাম্পিয়ার ৪। আমরা জানি যে ভোল্ট X অ্যাম্পিয়ার=ওয়াট, তাহলে ৩৫X৪=১৪০ ওয়াট। এখন আমরা যদি আমাদের এই এমপ্লিফায়ার এর ভোল্ট আর অ্যাম্পিয়ার বাড়াতে হবে। আর যদি আমরা এটা করি তাহলে আমাদের ট্রান্সজিস্টর কেটে যাবে। সেই ক্ষেত্রে আমাদের ট্রানজিস্টর ও বাড়াতে হবে। আমাদের মনে রাখতে হবে যে একটা ট্রান্সজিস্টর ১.২ অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে। আর ভোল্ট ৫০ থেকে ৬০ এর বেশি না দেওয়া ভাল। তাহলে এক ট্রানজিস্টর এর জন্য ১.২ অ্যাম্পিয়ার করে বাড়াতে পারি। ৪ ট্রান্সজিস্টর এর জন্য ৩৫, ৮ এর জন্য ৪০, ১২ এর জন্য ৪৫, ১৬ এর জন্য ৫০, ২৪ এর জন্য ৬০ ভোল্ট ব্যাবহার করতে পারি। আর অ্যাম্পিয়ার ট্রানজিস্টর X ১.২ করে দিতে পারি। উদাহরন হতে পারে এমন যে আমরা ৫০০ ওয়াট এমপ্লিফায়ার বানাব। আমরা ৫০ ভোল্ট ১০ অ্যাম্পিয়ার এর একটা ট্রান্সফারমার নিতে পারি। ৫০X১০=৫০০ ওয়াট হবে। এখন ১০ অ্যাম্পিয়ার এর এর জন্য আমরা ৮ ট্রানজিস্টর নিতে হবে। এখন ৫০ ভোল্ট এর জন্য ৮ ত্রান্সজিস্টর কম হয়ে যায়। তাই আমরা ১৬ ট্রান্সজিস্টর নিব।এতে ট্রান্সজিস্টর গরম কম হবে।

এখানে আমরা প্রতিটি ট্রানজিস্টর জন্য একটি করে ৫ও ওয়াট এর রেজিস্টর যোগ করেছি। তো
চলুন দেখে নেই একটি ভিডিও কিভাবে ট্রানজিস্টর যোগ করতে হয়?
ভিডিও টি দেখে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন।
আরও নতুন নতুন ইলেক্ট্রনিক্স জানতে Electronicshelpcare